BY- Aajtak Bangla

পাইলস গায়েব হয়ে যাবে, এই শাকের চচ্চড়ি খেলে যৌবন হাসবে, রেসিপি 

15 April  2024

সকালে উঠে পায়খানা করতে গিয়ে সে কী কষ্ট। মলদ্বার যেন জ্বলে যায়। পাইলসের রোগীরা এমন কষ্টই পান।

চিকিৎসকদের মতে, পাইলসের সমস্যা থাকলে খাদ্যাভাসে বদল আনতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে।

বাজারে নানা রকমের শাক পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল পুঁই শাক।

বিশেষজ্ঞদের মতে, পুঁই শাক খেলে পাইলসের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

পুঁই শাক দিয়ে নানা রকমের পদ রান্না করা হয়। এর মধ্যে অন্যতম হল পুঁই শাকের চচ্চড়ি। জেনে নিন রেসিপি...

উপকরণ: পুঁই শাক, কুমড়ো, আলু, সর্ষে, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, চিনি, তেল, নুন, কালোজিরে।  

প্রথমে শাক এবং আলু, কুমড়ো কেটে নিন। এরপরে কড়াইয়ে তেল গরম করে জিরে, কাঁচালঙ্কা কুচি দিয়ে সবজি নাড়তে হবে।

এতে নুন-হলুদ মিশিয়ে ভাজুন। এবার এতে শাক মেশান।   

সেদ্ধ হলে সর্ষে বাটা দিয়ে কষাতে থাকুন। তারপরে নুন, চিনি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পদ।