g881074f4b 1747562732
image

BY- Aajtak Bangla

মেঝেয় প্রায়শই পিঁপড়ে দেখেন? ভাগ্যে কী প্রভাব জানুন

14 June, 2025

g770d220b5 1747562731

বাস্তুশাস্ত্র মতে, পিঁপড়ে ঘরে ইতিবাচক বা নেতিবাচক শক্তির ইঙ্গিত দেয়।

পিঁপড়ে

g53142c672 1747562731

অশুভ শক্তির সংকেত হতে পারে। পারিবারিক অশান্তির ইঙ্গিতও দেয়।

লাল বা কালো 

g1bbbad90c 1747562730

আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ে। ব্যাঙ্ক ব্যালেন্স কমার সম্ভাবনা থাকে।

কালো পিঁপড়ের আনাগোনা

শুভ লক্ষণ বলে ধরা হয়। এরা সৌভাগ্য ও অর্থ আগমনের বার্তা নিয়ে আসে। 

হলুদ বা বাদামি রঙের 

উত্তর-পূর্ব কোণে পিঁপড়ে দেখা গেলে, মানসিক চাপ বা স্বাস্থ্য সমস্যা হতে পারে। 

উত্তর-পূর্ব কোণে

দক্ষিণ-পশ্চিম কোণে পিঁপড়ে চলাচল করলে, সংসারে ঝামেলা ও অর্থহানির আশঙ্কা বাড়ে। 

দক্ষিণ-পশ্চিম কোণে

যদি পিঁপড়ে মিষ্টির দিকে আকৃষ্ট হয়, তা বাড়িতে লক্ষ্মীর প্রবেশের লক্ষণ হতে পারে। 

পিঁপড়ে মিষ্টির দিকে

বাস্তুমতে ঘরের পিঁপড়ের অবস্থান বুঝলে আপনি আগাম সতর্ক হতে পারেন দুর্ভাগ্যের থেকে। 

পিঁপড়ের অবস্থান

পিঁপড়ে ঘন ঘন

পিঁপড়ে ঘন ঘন দেখা দিলে রের শক্তির ভারসাম্যে নজর দিন।