18 April, 2024

BY- Aajtak Bangla

আটা-চাল-ডালে পোকা? এই টোটকায় আর  ত্রিসীমানায় আসবে না

চাল ডালে পোকা হওয়া প্রতিটি বাড়ির সমস্যা। এর হাত থেকে বাঁচতে আমরা অনেক সময় চাল, ডাল রোদে দিয়ে থাকি, কিন্তু তাতেও কোন সুরাহা হয় না।

তবে এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা চাল ডালে থাকা এই  পোকা তাড়াতাড়ি পালাবে।

আপনি যখন রান্নাঘরে কোন খাবারের অংশ ফেলে রাখেন তাতে পোকা ধরে এবং সেই পোকা আপনার রান্নার সরঞ্জামে বাসা বাধে।

আপনি যখন কোন কৌটতে ডাল বা চাল রাখবেন তখন ভালো করে মুছে নেবেন। নাহলে এর ভিতরে থাকা ভেজাভাব পোকার আমদানি করবে।

এই সমস্যার হাত থেকে বাঁচতে কিছু নিমপাতা কৌটতে রেখে দিন। নিমে থাকা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যক্টেরিয়ালের গুণ পোকা তাড়ানোর জন্য বেশ কার্যকরী।

লবঙ্গ শুধু রান্নায় ব্যবহার হয় তাই নয়। লবঙ্গ পোকা তাড়ানোতেও এক্সপার্ট। এটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যক্টেরিয়াল গুণে পরিপূর্ণ। কৌটতে কয়েকটি লবঙ্গ ফেলে রাখুন, উপকার পাবেন।

সন্ধক নুন একটি সুতির কাপড়ে বেঁধে চাল, ডাল, গমের কৌটতে রেখে দিন। তাহলে ভালো ফল পাবেন।

আপনি যদি দেখেন যে আটায় পোকা ধরেছে তাহলে তারমধ্যে কিছু গোটা লাল লঙ্কা দিয়ে দিন। পোকা ধারেকাছে আসবে না।

আপনি আপনার চাল ডালের পাত্রে কয়েকটি তেজপাতা রেখে দিন। তেজ পাতার গন্ধ পোকামাকড়ের পছন্দ নয়। তাই এই উপায়টি আপনি ট্রাই করে দেখতেই পারেন।