30 March, 2024

BY- Aajtak Bangla

পার্লারের দরকার নেই, চুল স্ট্রেইট করুন ঘরোয়া এই ৩ প্যাকে

সোজা, সুন্দর, ঝলমলে চুল কে না পেতে চায়। 

তাই পার্লারে জমে ভিড়। কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং কতশত নামের ভিড়ে ভেসে গিয়ে চুলের সাময়িক সৌন্দর্য তো বাড়ে। 

কিন্তু একদিকে এসব যেমন ব্যয়বহুল তেমনি চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ। তাহলে উপায়? ভরসা রাখুন ঘরোয়া কিছু উপাদানে।

টক দই খুশকি দূর করতে সাহায্য করে আর পাকা কলা চুলকে নরম করে। পাকা কলা ও ২ চামচ টক দই নিয়ে মিহি মিশ্রণ বানিয়ে নিন। 

এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ বা ৩ দিন এটি ব্যবহার করুন। এটি আপনার চুল মসৃণ ও সোজা করবে।

স্ক্যাল্প ইনফেকশনে সরষের তেল ও মেথি লাগালে অনেক উপকার পাওয়া যায়। এটি মাথার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ কমায় এবং তারপর শুষ্ক ত্বকের সমস্যা কমিয়ে খুশকি প্রতিরোধে সাহায্য করে।

 মেথি তেলের সবচেয়ে সহজ উপায় হল মেথি দানা পিষে তাতে সরষের তেল মিশিয়ে নিন। এবার এটি মিনিট ২ ফুটিয়ে নিন।

একটি পাত্রে ছেঁকে ঢেলে নিন। চুলে লাগিয়ে রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

এটি শুধু মাথার ত্বক পরিষ্কার করবে না চুলের উজ্জ্বলতাও বাড়াবে।