WhatsApp Image 2025 06 23 at 144849ITG 1750670449632
image

23 June,, 2025

BY- Aajtak Bangla

স্যালাডে শসার সঙ্গে এই সবজি খাওয়া বিষ, না জেনে একসঙ্গে খায় সবাই

WhatsApp Image 2025 06 23 at 144939ITG 1750670452443

বেশিরভাগই জানে না স্যালাডে কী কী এক সঙ্গে খাওয়া যায় না। না জেনে সেগুলিই বেশি করে খায়। 

WhatsApp Image 2025 06 23 at 145003ITG 1750670453959

স্যালাডে শসা আর টোম্যাটো একসঙ্গে কখনও ভুলেও খাবেন না। 

434402092 1146906159664597 871194792793965078 n

কারণ, এদের হজমের পদ্ধতি আলাদা। এর ফলে সমস্যা হতে পারে হজমের ক্ষেত্রে।

WhatsApp Image 2025 06 23 at 144818ITG 1750670448256

শসায় প্রচুর পরিমাণ জল থাকে এবং শরীরকে দ্রুত ঠান্ডা ও ডিহাইড্রেট করে।

tomatoes

টোম্যাটোয় অ্যাসিডিক গুণ বেশি থাকে।

WhatsApp Image 2025 06 23 at 144925ITG 1750670451044

তাই, শসা ও টোম্যাটো একসঙ্গে খেলে বদহজম ও বমিভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। এরপর যদি খাবার খান তাও হজম হবে না।

WhatsApp Image 2024 09 26 at 12919 PM

শসা ও টোম্যাটোর পৃথক উপাদান বিক্রিয়া করে। যা পেটের বারোটা বাজায়।

WhatsApp Image 2024 09 26 at 13231 PM

এতে পরে খাওয়া খাবারের পুষ্টিও নষ্ট হতে পারে। এতে শরীর  খারাপ করতে শুরু করে।

WhatsApp Image 2024 09 26 at 13231 PM

এখন থেকে বাদ শসা ও টমেটো। শরীর সুস্থ রাখলে হয় টমেটো ও পিঁয়াজ কিংবা শুধু শসা ও পিঁয়াজ দিয়ে স্যালাড খান।