BY- Aajtak Bangla

মুখে ছেটান এই জল, বুড়ো বয়সেও চিকচিক করবে যৌবন 

2 May  2024

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চেহারায় তার ছাপ পড়ে। চামড়া কুঁচকে যায়।

তাই যৌবন ধরে রাখার জন্য অনেকেই ত্বকের যত্ন নেন। 

অনেকে বাজারের নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘমেয়াদী হয় না।

বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে গোলাপ জল ম্যাজিক দেখাতে পারে। .

ত্বকের লাবণ্য ফেরাতে কার্যকরী গোলাপ জল। রোজ মুখে এই জল লাগালে চামড়া টানটান থাকবে।

প্রথমে ভাল করে মুখ ধোওয়ার পর গোলাপ জল লাগালেই উপকার পাওয়া যাবে।

গোলাপ জলে রয়েছে ভিটামিন সি, যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। ।  

তাই গোলাপ জল মুখে লাগালে জেল্লা বাড়ে। কখনওই চেহারায় বয়সের ছাপ পড়বে না।