cropped foodITG 1737201323895
image

1 JUNE 2025

BY- Aajtak Bangla

কব্জি ডুবিয়ে খাওয়ার আগে জামাইরা করুন এই কাজ, অম্বল হবে না

cropped food 4

ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে জামাইষষ্ঠীর তোড়জোড়। এলাহি খানাপিনার আয়োজন করে ফেলেছেন শাশুড়িরা।

cropped foodITG 1741523281076

বাঙালি রান্না হোক বিরিয়ানি-কন্টিনেন্টাল, জামাইয়ের কব্জি ডুবিয়ে খাওয়ার আগে সাবধান।

luchi

তাই সকালের লুচি,ছোলার ডাল হোক বা দুপুরে রেয়াজি খাসি, কিছু জিনিস মাথায় রাখুন।  

সকালের খাবার পেট খালি রেখেই খেতে হবে। কারণ একবার অ্যাসিডিটি হলে গেলে পুরো দিনটাই বৃথা।

দুপুরে খেতে বসার আগে এক গ্লাস জল খেয়ে নিন। তার ১০ থেকে ১৫ মিনিট পর খাওয়া শুরু করুন। কিন্তু মনে রাখবেন দুপুরে খাওয়ার সময়ও ভাত বেশি খেলে হবে না।

গুরুপাক খাওয়া-দাওয়ার সময় একদম জল খাবেন না। খাওয়ার শেষে লেবুর জল খেতে পারেন। 

জামাইষষ্ঠী স্পেশ্যালে মিষ্টি মুখ হবে না এটা হয় না। কিন্তু ভুল করেও মিষ্টি খাবারের শেষে খাবেন না। সন্ধ্যেবেলা বা বিকেল বেলা মিষ্টি খান। 

খাওয়ার শেষ পাতে রায়তা খেয়ে নিন। দেখবেন সব সমস্যার সমাধান। 

অনেকে কাজের চাপে দুপুরে না গিয়ে রাতে জামাইষষ্ঠী করতে যান। এক্ষেত্রে সাবধান। রাতের বেলা এত গুরুপাক খাবার না খাওয়াই ভাল।