WhatsApp Image 2025 06 25 at 102538 AMITG 1750827347815
image

BY- Aajtak Bangla

আলুর এই টোটকা করলে কখনও টাকার অভাব হবে না 

25 June 2025

cropped GettyImages 2193447887 Indian Money Currency Cash 500ITG 1749023001560 scaled 1jpgITG 1750529480838

হাতে টাকা থাকলে মনোবল বাড়ে। আর অর্থাভাব হলে রাতের ঘুম উড়ে যায়।

Money HD 3ITG 1749556158796jpgITG 1750616161542

তাই টাকার গুরুত্ব অনেক। তবে অনেক সময়ই আমাদের বেশি খরচ হয়।

GettyImages 947498544 sad stressed upsetITG 1750338330730

অনেক সময় ঋণের বোঝা চাপে। তাই বিড়ম্বনায় পড়তে হয়।

হিন্দু ধর্মে টাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ধলদেবী তুষ্ট হলে সংসারে টাকার অভাব হয় না।

জ্যোতিষ মতে, কিছু টোটকা মেনে চললেই হাতে টাকা থাকবে। . .

আমাদের রোজকার রান্নায় আলু থাকেই। এই আলুই টাকা নিয়ে আসবে ঘরে। কী ভাবে? . .

জ্যোতিষ মতে, রোজ একটি আলু গরুকে খাওয়ান। গরুকে দেবতা বলে মানা হয়।

তাই শাস্ত্র মতে, গরুকে আলু খাওয়ালে তুষ্ট হন দেবতা। সংসারে কখনও টাকার অভাব হয় না।