BY: Aajtak Bangla 

বঙ্গের 'মহার্ঘ' বিবাদ, একনজরে বাংলার DA-র হাল-হকিকত

10 MARCH, 2023

DA দাবিতে রাজ্য জুড়ে সরকারি অফিসে ধর্মঘটের ডাক। 

এই ধর্মঘটের সমর্থন করছে বাম এবং বিজেপি। 

সরকারি অফিসগুলিতে যে পরিমাণ অ্যাটেন্ডেন্স রয়েছে তা প্রমাণ করে দেয় আন্দোলনকারীদের সঙ্গে কেউ নেই

কেন্দ্রের চেয়ে ১,৫০,০০০ টাকা ডিএ কম পাচ্ছেন রাজ্যের কর্মীরা

গত রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে নবান্ন।

বকেয়া ডিএ-র দাবিতে ২০১৬ সালে স্টেট আডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা

রাজ্যকে ডিএ মেটাতেই হবে, রায় দেয় স্যাট

গত রাজ্য বাজেটে ৩ শতাংশ DA ঘোষণা করে রাজ্য

কেন্দ্রের সঙ্গে বাংলার DA-র ফারাক ৩২ শতাংশের

পশ্চিমবঙ্গে বর্তমানে ৬ শতাংশ ডিএ দেওয়া হয়

DA Protest Strike in Bengal: সরকারি অফিসগুলিতে যে পরিমাণ অ্যাটেন্ডেন্স রয়েছে তা প্রমাণ করে দেয় আন্দোলনকারীদের সঙ্গে কেউ নেই। কেন্দ্রের চেয়ে ১,৫০,০০০ টাকা ডিএ কম পাচ্ছেন রাজ্যের কর্মীরা। গত রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে নবান্ন।