24 April, 2024

BY- Aajtak Bangla

রং নয় এই পাতার তেলেই হবে সাদা চুল কালো, রোজ দু'ফোঁটাই যথেষ্ট; এভাবে বানান

চুল কালো করার জন্য কোনও রং-ঢং নয়। তেল লাগান। কারণ, তেলে চুল তাজা হয়।

তবে যে সে তেল লাগালেই হল না। এই বিশেষ তেল লাগালে তবেই সাদা চুল হবে কালো।

দক্ষিণ ভারতে সকলের মাথায় লম্বা-ঘন চুল হয়। তার কারণ এই বিশেষ তেল।

চুল কালো রাখায় কারিপাতা ও নারকেল তেলের জুড়ি মেলা ভার। 

চুল কালো করতে প্রয়োজন মেলানিন। কারিপাতা এই ঘাটতি পূরণ করে। 

কারিপাতা নতুন চুল গজাতেও খুবই কার্যকরী। নারকেল তেল ও কারিপাতা মিশিয়ে লাগালে ভালো ফল পাবেন আপনি। কীভাবে বানাবেন এই তেল?

কীভাবে বানাবেন? একটি পাত্রে ৩ চামচ নারকেল তেল নিন। ৫-৬টি কারি পাতা মিশিয়ে নিন। এবার ওভেনে বসিয়ে দিন। হালক আঁচে নাড়াতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ কালো হয়ে আসে, এটা করতে থাকুন।

তারপর তেল ঠান্ডা হলে স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় মাসাজ করে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 

সপ্তাহে ২-৩ বার চুলে এই তেল ব্যবহার করুন। চুল ঘন হয়ে উঠবে।