Japanese Miyazaki Mango Plant 3x4 Product Peppyflora 01 a MozITG 1748584734071
image

5 JUNE 2025

BY- Aajtak Bangla

বাড়ির টবেই হবে লক্ষাধিক টাকার মিয়াজাকি আম, রইল টিপস

Flowers IS

সুগন্ধি ফুল, সবুজ পাতা আর মিষ্টি ফলের স্বাদ, এগুলি মিলিয়েই তৈরি হয়েছে অসাধারণ ছাদবাগান!

efwefewf

আর সেই বাগানে এবার নজর কাড়ছে মিয়াজাকি আম (Miyazaki Mango)।

qwdfef

এবার জাপান থেকে আসা দুর্মূল্য জাতের আম ফলাতে পারবেন আপনিও।

মিয়াজাকি আমের চাষের জন্য বাড়তি কোনও যত্নই নিতে হয়নি। শুধুমাত্র গোবর সার দিয়েই মিয়াজাকি আমের ফলন দারুণ হয়।

নির্দিষ্ট তাপমাত্রা, পরিমিত জল, সঠিক অনুপাতে সার-সহ একাধিক জিনিসের সমন্বয়ে মিয়াজাকি আম চাষ করতে হয়।

এ বিষয়ে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয় প্রতি ধাপে।

অসাধারণ সুগন্ধ ও চিনির চেয়েও মিষ্টি এই মিয়াজাকি আম। সেই সঙ্গে আঁশ বা ফাইবার একেবারে নেই বললেই চলে। অনেকটা কাস্টার্ডের মতো।

প্রতিটি আম প্লাস্টিকের প্যাকেটে মুড়ে দেওয়া হয়। যাতে গায়ে একটুও দাগ না লাগে।

আফগানিস্তানের নূরজাহানের পরেই নাকি এর স্বাদ, মত অনেকের।