jan 1ITG 1745257348270
image

21 April, 2025

BY- Aajtak Bangla

v

Train-র  বাংলা কী? অনেক শিক্ষিতরাও বলতে পারবেন না

PTI01 24 2 1741528469

বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের মধ্যে অন্যতম ভারতীয় রেল। 

PTI02 25 2 1741528431

১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রেল। সেই থেকে এটি ভারতের সবচেয়ে ভরসাযোগ্য গণপরিবহণ।

PTI05 29 2 1741529198

''ট্রেনের একটা সুন্দর বাংলা আছে। আর একটি বেশ কঠিন বাংলাও আছে। অনেকেই এটা জানেন না। 

ভারতীয় রেলওয়ের ১,২০,০০০ কিলোমিটারেরও বেশি ট্র্যাক। ৮,০০০-এরও বেশি স্টেশন।

ছোটবেলায় কিশলয়ের সেই লেখা-'বাপ্পার টিনের রেলগাড়ি পাঁইপাঁই করে ছোটে'।

ট্রেনের একটি সহজ বাংলা হল রেলগাড়ি। আর একটি কঠিন বাংলাও রয়েছে। সেটা কী?

কঠিন বাংলা হল- লৌহপথগামিনী বা লৌহশকট

ভারতীয় রেল প্রতিদিন ২০,০০০-এরও বেশি ট্রেন চালায়। টন টন মাল পরিবহন করে। কোটি কোটি যাত্রী সফর করেন।

সাধারণ লোকাল, প্যালেস অন হুইলস এবং মহারাজা এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেনও রয়েছে।

ভারতের অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তি ভারতীয় রেল।