WhatsApp Image 2025 06 11 at 123057 PMITG 1749625286915
image

BY- Aajtak Bangla

এক থালা ভাতা খেলেও মোটা হবেন না, কায়দাটা জানুন

11 June  2025

clean rice 3ITG 1743692518590

বাঙালি মানেই ভেতো! ভাত খেতে আমরা অনেকেই ভালবাসি।

ভাত

cropped clean riceITG 1743692487895

পুষ্টিবিদদের মতে, ভাত স্বাস্থ্যের পক্ষে উপকারীও বটে।

উপকারী

rice 4ITG 1740070300843

তবে ভাত খেলে ওজন বেড়ে যায়। তাই ইচ্ছে থাকলেও অনেকে ভাত খেতে পারেন না।

ওজন

ভাত খেলেও ওজন বাড়বে না। এই কৌশল মেনে চললেই ফল পাবেন।

কৌশল জানুন

পুষ্টিবিদদের মতে, রোজ ১ কাপ ভাত খান। এতে পেটও ভরবে এবং ওজনও বাড়বে না।

১ কাপ ভাত

ফ্রায়েড রাইসের বদলে সেদ্ধ ভাত খান। সেদ্ধ ভাত খেলে ওজন সহজে বাড়ে না।

সেদ্ধ ভাত

ভাতের সঙ্গে পরিমিত শাকসবজি, মাছ-মাংস খান।

শাকসবজি

ইচ্ছে থাকলেও কখনওই বেশি করে ভাত খাবেন না।

পরিমিত খান