28 March,, 2023

BY- Aajtak Bangla

কানে এই তেল ঢাললেই হড়হড় করে বেরিয়ে আসবে আজন্মের ময়লা 

সুস্বাস্থ্যের জন্য শরীরের পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি।

শরীরের সব অংশ সহজেই পরিষ্কার করা যায়। তবে কান ও গোপনাঙ্গের ক্ষেত্রে বেশি যত্নবান হওয়া দরকার। 

কানের ময়লা সরানোর জন্য ঘরোয়া উপায় করতে পারেন। রইল সেই টিপস 

কানে তেল- সর্ষে, নারকেল বা বাদাম তেল নিয়ে হালকা গরম করুন। কালে ঢেলে তুলো দিয়ে ঢাকুন।

এভাবে কিছুক্ষণ রেখে দিন। কানের ময়লা গলে যাবে। কান উল্টিয়ে তেল বের করুন। বেরিয়ে যাবে। 

বেকিং সোডা- আধ গ্লাস জলে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে ড্রপারে রেখে কানে দিন। 

১৫ মিনিটের জন্য কানে রেখে দিন। কান উল্টে দিন। সব ময়লা বেরিয়ে যাবে।

শিশুর তেল- কানে জমে থাকা ময়লা দূর করুন বেবি অয়েল দিয়ে। 

কানে বেবি ওয়েল দিয়ে তুলো দিয়ে ঢাকুন। সুতির কাপড় দিয়ে কান পরিষ্কার করুন। 

খেয়াল রাখবেন শিশুর তেলে যেন রাসায়নিক না থাকে। তাই খাঁটি সর্ষের তেলই সেরা উপায়।