23 February, 2024

BY- Aajtak Bangla

বাংলাই অবাঙালি ফাস্ট বোলারদের উঠে আসার মঞ্চ, কীভাবে?

বাংলাই এখন ফাস্ট বোলারদের তৈরি করার কারখানা। ভারতীয় ক্রিকেটে সাপ্লাই লাইন হয়ে গিয়েছে বাংলা।

উঠে আসছেন একের পর এক স্পিডস্টার। সেই তালিকায় আগেই ছিলেন মহম্মদ শামি।

এরপর তাঁর সঙ্গে যোগ দিয়েছেন মুকেশ কুমার ও আকাশ দীপ। তিন বোলারই ভারতীয় দলের হয়ে ভাল খেলছেন।

তবে এর রহস্য ঠিক কী? ২০২০ সালে ভিশন ২০ ২০ চালু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেখান থেকেই উঠে আসছেন একের পর এক ফাস্ট বোলার। এই ফাস্ট বোলারদের উপর ভর করেই বাংলা দল উঠেছে রঞ্জি ট্রফির ফাইনালে।

গতবারের ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা শামি সেরা ফাস্ট বোলার হন।

মুকেশ কুমার ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম দুই টেস্টে ভাল বল করতে না পারলেও, দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ বল করেছিলেন তিনি।

অন্যদিকে প্রথম টেস্টে খেলতে নেমেই তিন উইকেট নিয়ে সকলকে চমকে দেন আকাশ দীপ।

ঘরোয়া ক্রিকেটে ভাল বল করায় আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে রয়েছেন তিনি।