photo 1518 1746551861
image

6 May 2025

BY- Aajtak Bangla

বাড়িতে যখন তখন বিড়াল আসছে, কীসের ইঙ্গিত? 

g7252bd442 1730735744

বাড়িতে হঠাৎ হঠাৎ বিড়াল এসে হাজির হয়। তারপর সেই বিড়াল আবার চলেও যায়।

gd28a92d99 1730735644

কোনও কোনও ক্ষেত্রে বিড়াল এসে থাকতে শুরু করে। কোনও কোনওটা আবার একবার আসার পর আর আসে না। 

=

pexels pho 1746551943

যদি বাড়িতে কালো বিড়াল হঠাৎ চলে আসে তাহলে তা শুভ বলে মনে করা হয় না। এতে অমঙ্গল হতে পারে। 

=

তবে বাড়িতে যদি কালো বাদে যে কোনও রঙের বি়ড়াল আসে তাহলে তা শুভ। সংসারে শান্তি আসে। 

বাড়িতে বিড়াল যদি বাচ্চা দেয় তাহলে তা শুভ। বাড়িতে অর্থের সমাগম হতে পারে। সেই ইঙ্গিত আনে। 

তবে বিড়ালের কান্না মোটেও শুভ নয়। ঘরে বিড়াল কাঁদলে তা অশুভ। শুভকাজে বাধা পড়তে পারে। সেই ইঙ্গিত দেয়।

কালো বাদে যে কোনও বিড়াল বাড়িতে শুভ বলে মনে করা হয়। 

বাড়িতে সাদা বিড়াল থাকলে তাদের কখনও তাড়াতে নেই। তাহলে অমঙ্গল হয়।

দুই বা তার বেশি বিড়াল যদি বাড়িতে মারামারি করে তাহলে তা শুভ নয়।

একইসঙ্গে বাড়িতে যদি কোনও বিড়াল মারা যায় বা মারা যাওয়ার আগে আশ্রয় নেয় তাহলে তা অশুভ বলে মনে করা হয়।