19 April, 2024

BY- Aajtak Bangla

না মেরে ইঁদুর তাড়াতে চান? এই ৫ টোটকায় বাড়ি থেকে চিরতরে পালাবে

বাড়ি প্রত্যেকেরই সবচেয়ে প্রিয় স্থান। সেই বাড়িতে মাঝে মাঝেই অহেতুক এসে হানা দেয় ইঁদুরের দল।

অনেকে ইঁদুর তাড়াতে চান, কিন্তু মারতে চান না। তাহলে জেনে নিন, কীভাবে এই সমস্যার সমাধান করবেন।

ইঁদুর তাড়াতে প্রথমেই কার্যকরী ভূমিকা পালন করে রসুন। রসুনের তীব্র গন্ধের জন্য ইঁদুররা রসুন সহ্য করতে পারে না।

রসুন ছোটো ছোটো টুকরো করে কেটে ঘরের চারিদিকে রেখে দিলে ইঁদুর পালাতে বাধ্য।

রান্নার ক্ষেত্রে পেঁয়াজ যেমন গুরুত্বপূর্ন তেমনি ইঁদুর তাড়াতেও সমান কার্যকরী পেঁয়াজ।

রসুনের মতন পেঁয়াজের গন্ধ ইঁদুররা একেবারেই সহ্য করতে পারে না। পেঁয়াজ টুকরো করে কেটে ঘরের কোণায় ছড়িয়ে দিলে ইঁদুর চলে যাবে।

ঝাঁঝালো গন্ধের জন্য লবঙ্গ তেল ইঁদুররা সহ্য করতে পারে না। একটি মখমলের কাপড়ে লবঙ্গ তেল দিয়ে এই টুকরোগুলি ঘরের চারিদিকে ছড়িয়ে দিন।

গোলমরিচের ঘ্রাণ ইঁদুরেরা সহ্য করতে পারে না। তাই তুলোর মধ্যে গোলমরিচ দিয়ে বল পাকিয়ে ঘরের চারিদিকে রেখে দিন। ইঁদুরের সমস্যার সমাধান ঘটবে।

মানুষের জন্য লাল লঙ্কার গুঁড়ো যেমন সাংঘাতিক ইঁদুরের জন্য তেমনই ভয়ংকর। বাড়ির আশেপাশে ইঁদুরের গর্ত দেখা দিলে গর্তের চারিদিকে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন। তবে বাচ্চাদের থেকে সাবধানে রাখবেন।