5 April, 2024

BY- Aajtak Bangla

IPL-এ চিয়ারলিডার হতে পারেন আপনিও, কত মাইনে-যোগ্যতা?

IPL 2024 চলছে। প্রিয় দল লিগ টেবিলে কোথায়, কে ভাল খেলছেন, কাকে দলে নিয়ে ভুল হয়েছে, ফ্যানদের মধ্যে জোরদার চর্চা।

IPL-এর যাবতীয় আকর্ষণ ও বৈশিষ্টের মধ্যে অন্যতম হল চিয়ারলিডার।

চিয়ারলিডারদের চাকরি নিয়ে অনেক যুবতী বা মডেলিংয়ে কেরিয়ার চান এমন যুবতীর নানা প্রশ্ন রয়েছে।

বস্তুত, আইপিএল-এর চিয়ারলিডার হতে পারেন আপনিও।  

কী কী গুণ থাকলে আপনি চিয়ারলিডারের পদে আবেদন করতে পারেন, রইল।

প্রথমত ফিট হতে হবে। পেশির জোর থাকতে হবে। খেলার সম্পর্কে খবর রাখতে হবে। 

নাচ জানা জরুরি। জুম্বা ডান্স জানতে হবে। এবং অবশ্যই কমিউনিকেশন স্কিল ভাল থাকতে হবে।

দেখতে ভাল মানেই চিয়ারলিডার হওয়া যায় না। বিভিন্ন খেলায় চিয়ারলিডারদের দেখে প্র্যাক্টিস করতে পারেন অঙ্গভঙ্গি।

চিয়ারলিডারদের মাইনে কত? IPL-এ চিয়ারলিডারদের মাইনে নির্ভর করে ফ্র্যাঞ্চাইজির উপর।

চিয়ারলিডারদের সবচেয়ে বেশি মাইনে দেয় কেকেআর। প্রতি ম্যাচ পিছু ২৪ থেকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক প্রতিটি চিয়ারলিডার পান।

এছাড়া চিয়ারলিডারদের প্রতিটি ম্যাচ পিছু গড়ে ১৫ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া তাঁদের থাকা, খাওয়া ও সফরের সমস্ত খরচ ফ্র্যাঞ্চাইজির