g21863c1bf 1745157137
image

20 April 2025

BY- Aajtak Bangla

রাতে বালিশের তলায় রাখুন মৌরি, টাকার অভাব হবে না

photo 1701 1745157307 1

ধন-সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণের জন্য ঘুমের অনেক অবদান রয়েছে। সেই সঙ্গে মেনে চলতে হবে বেশ কিছু কৌশল। 

g56c6accb4 1745157137

রাশিতে রাহু দোষ থাকলে রাতে বালিশের নীচে মুঠো মৌরি রেখে দিতে হবে। দেরি না করে আজ রাত থেকেই রাখার অভ্যাস করে নেওয়া ভালো।

g56c6accb4 1745157137

এই প্রতিকার মেনে চললে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঘুম ভাল হবে।

বালিশের নিচে মৌরি রাখলে দুঃস্বপ্নও কেটে যায়। ঘুম ভালো হলে মানসিক স্বাস্থ্যও থাকে সুস্থ। সেই সঙ্গে আর্থিক সঙ্কটও কাটবে। 

যারা ধার দেনায় ভুগছেন তাদের জন্য মৌরি খুব উপকারী। মৌরি মানসিক শান্তি আনে। সমৃদ্ধ করে। 

এছাড়াও আর্থিক সঙ্কট থেকে মুক্তির জন্য বালিশের তলায় এলাচ নিয়ে ঘুমোতে পারেন। 

ঘুমোনোর সময় তামার পাত্র নিয়ে তাতে জল ভরে রাখুন। তাহলে অশুভ শক্তি কাছে ঘেঁষতে পারবে না। 

ঘুমানোর সময় বালিশের নীচে ছুরি, কাঁচি বা যে কোনও লোহার জিনিস রাখুন। এমনটা করলে ভীতিকর স্বপ্ন আর আসবে না।