6 May, 2024

BY- Aajtak Bangla

এসি-কুলার ছাড়ুন, দেড় হাজার টাকায় ঘরে আনুন  AC বিছানা

তীব্র দাবদাহে জ্বলছে দেশের একাধিক এলাকা। এ রাজ্যেও তাপের প্রবাহে মরণদশা সাধারণ মানুষের। ভিড় বাড়ছে এসি-কুলারের দোকানে।

কিন্তু সবার ক্ষেত্রে এসি কুলার কেনার পরিস্থিতি থাকে না। বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না।

তাই সাধ্যে না কুলোলেও, সারাদিনের শেষে বাড়িতে একটু স্বস্তির ঘুম ঘুমোতেই কিনতে হচ্ছে এসি বা কুলারের মতো মেশিন।

কিন্তু এসি-কুলার ছাড়াও ঘরে মাত্র দেড় থেকে ২ হাজার টাকা খরচ করে এসি কুলারকে বাইবাই বলে দিন। নিয়ে আসুন এই চমৎকার জিনিস। যা আপনার বিছানাকে এসি করে দেবে।

এসি চান কিন্তু পয়সায় কুলোচ্ছে না, এমন লোকেদের জন্য এবার বাজারে এসেছে বিশেষ ধরণের এসি বেডশিট। 

এই এসি বেডশিটের বিশেষত্ব হল এটি খুব কম বিদ্যুত খরচ করে এবং শব্দ সম্পূর্ণরূপে দূর করে, ফলে আরামদায়ক ঘুম হয়।

কী এই AC Bedsheet?এই এসি বেডশিটটি সাধারণ বেডশিটের মতোই দেখতে। তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 

এর একপাশে, টিউবে একটি কুলিং ফ্যান ইনস্টল করা থাকে যা ভিতরে ঠান্ডা বাতাস পাঠায়। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য।

একটি কন্ট্রোল বক্স রয়েছে যা এই বেডশিটে লাগানো আছে। এছাড়াও, গরম বাতাস বের করার জন্য এতে একটি টিউবও রয়েছে।

এই এসি বেডশিটের ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়। এক সপ্তাহ চালালে এর বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিটের কম।

এই এসি বিছানার চাদরের ওজন মাত্র ২ কেজি, তাই এটি সহজেই ভাঁজ করে যে কোনও জায়গায় নেওয়া যায়।