24 April,, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে মাত্র ৫ মিনিটে বানান গোলাপজল, রইল টিপস 

গরমকালে মুখে গোলাপজল স্প্রে করলেই চনমনে থাকবে শরীর। মুখ ফ্রেশ থাকে। সেজন্য অনেকে দোকান থেকে গোলাপজল কেনেন। 

তবে বাড়িতে মাত্র ৫ মিনিটেই বানানো যায় গোলাপজল। কোনও খরচ ছাড়া। আসুন জেনে নিই কীভাবে।

বাড়িতে গোলাপজল বানাতে লাগবে গোলাপ ফুল। ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রাখুন। তারপর হাল্কা হাতে ধুয়ে নিন।

এরপর পাত্রে জল নিয়ে তা গরমে বসান। আঁচ হাল্কা রাখুন। তারমধ্যে দিয়ে দিন গোলাপের পাপড়ি। 

প্রায় ৫ থেকে ১০ মিনিট এভাবে গরম জলে রাখুন পাপড়ি। দেখবেন জলের রং ক্রমশ বদলাচ্ছে। হালকা গোলাপী আভা আসতে শুরু করেছে। 

এবারে সেই জল নামিয়ে নিন। তারপর তা ঠান্ডা করতে দিন। এবার তা ছেঁকে স্প্রে বোতলের ভিতরে সেই ভরে দিন।    

এবার প্রয়োজন মতো ব্যবহার করুন। এভাবে বাড়িতে বানানো গোলাপজলে কোনও কেমিক্যাল থাকে না। তাই সারাদিনে একাধিকবার ব্যবহার করতে পারেন। 

কেমিক্যাল না থাকার কারণে বাজারে কেনা গোলাপ জলের মতো অতটা গন্ধ হয়তো পাবেন না। তবে উপকার অনেক বেশি পাবেন। 

যদি চান বাজারে কেনা গোলাপ জলের মতো সুগন্ধ পেতে তাহলে গোলাপের নির্যাস বা এসেন্স কিনে তা মেশাতে পারেন।