March 27, 2024

BY- Aajtak Bangla

কখন ‘না’ বলা উচিত, কীভাবে ‘না’ বলবেন?

এমন অনেকেই আছেন, যাঁরা ‘না’ বলতে পারেন না, ফেলতে পারেন না কারও অনুরোধ। যাকে ‘না’ করা হবে, তিনি কষ্ট পেতে পারেন কিংবা বিষয়টাকে খারাপভাবে নিতে পারেন—এই আশঙ্কা থেকেই অনেকে হ্যাঁ বলেন।

‘না’ বলুন নম্রভাবে। যিনি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন কিংবা কাজের প্রস্তাব দিচ্ছেন, তাঁকে ‘না’ বলতে হলে অবশ্যই ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে নেবেন। 

 দুটি ইতিবাচক কথার মাঝে বলতে পারেন ‘না’-সূচক বাক্যটি।

আমন্ত্রণকে ‘না’ বলতে হলেও আপনার কথা শুরুই করতে পারেন এভাবে—‘আরেহ! এ তো দারুণ ব্যাপার!’

‘না’ বলতে খুব বেশি সময় নেবেন না। হয়তো বন্ধুরা সবাই মিলে কোথাও যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আপনি ধারণা করছেন, হয়তো যেতে পারবেন না।

‘না’ বলতে খুব বেশি সময় নেবেন না। হয়তো বন্ধুরা সবাই মিলে কোথাও যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আপনি ধারণা করছেন, হয়তো যেতে পারবেন না।

হুট করে ‘না’ বলে দেওয়াটাও ঠিক না। হাতে পর্যাপ্ত সময় থাকলে ‘না’ বলার জন্য ২৪টা ঘণ্টা সময় আপনি নিতেই পারেন।

কেন ‘না’ বলছেন, অল্প কথায় বুঝিয়ে বলুন। বিশদভাবে ব্যাখ্যা করতে যাবেন না। ‘না’ বলার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তর্কে জড়াবেন না।

অনেকেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করে বসেন। তাঁদের দৃঢ়ভাবে জানিয়ে দিন, ব্যক্তিগত বিষয়ে কথা বলাটা আপনি পছন্দ করেন না।