06 May, 2024

BY- Aajtak Bangla

সাদা চুলের স্থায়ী সমাধান, এই পাতা বাটায় হবে কলপ ছাড়াই কালো মেঘের মতো চুল

পাকা চুলের সমস্যা ইদানিং ব্যাপক হারে বাড়ছে। ২৫ বছরেই চুল পেকে সাদা হয়ে যাচ্ছে মাথা।

যুবক-যুবতীরা সাদা চুল কালো করতে কম বয়সেই চুলে রং করছেন। গুচ্ছের কেমিক্যাল শরীরে ঢুকে চুলের তো বারোটা বাজাচ্ছেই, সঙ্গে শরীরেও।

তবে বয়সবৃদ্ধির সঙ্গে চুল পাকা খুব স্বাভাবিক। তবে যারা বুড়ো বয়সেও জোয়ান দেখাতে চান সেও সম্ভব।

এর জন্য এক পাতাই যথেষ্ট। তা হল পেঁপে পাতা। প্রথমে কিছু কচি পেঁপে পাতা নিন।

পেঁপে পাতায় অনেক ধুলো-ময়লা থাকে, তাই প্রথমে এটি ভালো করে ধুয়ে নিন।

তারপর এটি ছোট করে কেটে নিন। এরপর এক থেকে দেড় কাপ জল দিয়ে ব্লেন্ডারে দিন অথবা মিক্সিতে দিতে পারেন।

এবারে এটি একটি চাঁ ছাকনিতে ছেঁকে জ্যুসটা বের করে নিন। এবার এক চামচ এই জ্যুস নিয়ে এতে এক চামচ নারকেল তেল নিন। নারকেল তেল দেওয়ার আগে একটু গরম করে নিন।

সপ্তাহে ৩-৪ দিন এটি লাগালে অকালে চুল পাকা বন্ধ হবে। এমনকি বুড়ো বয়সেও চুল সাদা হওয়া আটকাবে।

এছাড়া, যারা চুল তাৎক্ষণিক কালো করতে চান তাহলে এই রসেই মেহেন্দি পাতা বাটা, আমলকি পাউডার ও কফি পাউডার দিন।

এবার সব উপাদান মিশিয়ে চুলে এই প্যাকটি লাগিয়ে নিন। আর যদি এই প্যাকটি লোহার কড়াইতে বানাতে পারেন তাহলে সাদা চুল কালো হবে। তবে  লোহার কড়াইতে দিলে তা সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন চুলে এটি লাগিয়ে শ্যামিপ করে নিন।

চমৎকার ভাবে সাদা চুল পুরো কালো হয়ে যাবে।