11 April, 2024

BY- Aajtak Bangla

কেউ আপনার কথা ভাবছে? হেঁচকি নয়, 'টেলিপ্যাথি' এই লক্ষণে বুঝুন 

কখনও কখনও কারও হেঁচকি উঠলেই তারা ভাবেন কেউ মনে করছেন। কিন্তু জানা সম্ভব হয় না, কে মনে করছেন।

তবে জানলে অবাক হবেন, কারও নাম বেশিবার জপ করলে টেলিপ্যাথি হয়। তার কিছু লক্ষণও আছে।

যদি মনে করেন কেউ আপনার কথা খুব ভাবছে এর মানে এটা ইচ্ছে ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনি চাইছেন কেউ আপনার কথা ভাবুক।

আবার লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করেই গায়ে সুড়সুড়ি, স্পর্শ বা উষ্ণতা অনুভব করলে কেউ আপনার কথা ভাবছেন বুঝতে পারেন।

অবচেতন মনে বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হল স্বপ্ন। স্বপ্নে কোনও ব্যক্তিকে দেখা মানে, সেই মানুষটি মনে করছেন।

কেউ আপনার কথা ভাবছে মনে হওয়ার পরই কি তার থেকে কল বা মেসেজ পান? এটিও টেলিপ্যাথি।

হঠাৎ যদি চোখ খুব চুলকোয়, তবে মবে রাখবেন কেউ আপনার কথা চিন্তা করছেন।

তবে হেঁচকি প্রাকৃতিক ও শারীরিক কারণে উঠতে পারে।