11 April, 2024

BY- Aajtak Bangla

বাইক-স্কুটিতে পেট্রোলের বদলে ডিজেল ভরে ফেললে কী হয়?

পেট্রোল গাড়িতে ডিজেল জ্বালানি ভরে ফেললে কী হবে? ভুলবশত পেট্রোল গাড়িতে ডিজেল ভরে ফেললে কী হবে জানলে অবাক হবেন।

ডিজেল জ্বালানি ডিজেল ইঞ্জিনের জন্য। পেট্রোল ইঞ্জিনের তুলনায় আলাদাভাবে কাজ করে। পেট্রোল গাড়িতে ডিজেল ব্যবহার করলে, তাতে ইঞ্জিনের ক্ষতি হতে পারে।

ডিজেল জ্বালানি ডিজেল ইঞ্জিনের জন্য। পেট্রোল ইঞ্জিনের তুলনায় আলাদাভাবে কাজ করে। পেট্রোল গাড়িতে ডিজেল ব্যবহার করলে, তাতে ইঞ্জিনের ক্ষতি হতে পারে।

ভুল জ্বালানি ভরলে ইঞ্জিন নকিং হতে পারে। এতে ইঞ্জিনের যন্ত্রাংশের আরও ক্ষতি হতে পারে।

ডিজেল জ্বালানি পেট্রোলের মতো একই পরিমাণে শক্তি সরবরাহ করে না। তাই ইঞ্জিনে সেভাবে টান অনুভব করবেন না।

ডিজেলের ঘনত্ব পেট্রোলের তুলনায় ভিন্ন। এতে ফিল্টার এবং ইনজেক্টর সিস্টেম ব্লক হয়ে যেতে পারে।

পেট্রোল গাড়িতে ডিজেল ইঞ্জিন ভরলে ইঞ্জিনই বন্ধ হয়ে থাকতে পারে। চালু করাই যাবে না, এমনও হতে পারে।

পেট্রোল গাড়িতে ডিজেল ভরলে বেশি বেশি ধোঁয়া বের হবে।

পেট্রোল গাড়িতে ডিজেল ভরলে ইঞ্জিনে বড়সড়, স্থায়ী ক্ষতি হতে পারে। সাড়াতে বড়সড় সমস্যা হতে পারে।